দোকানে চা পানরত অবস্থায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
- ১৩ জুন ২০২৫, ০৮:৩২
যশোরের শার্শা উপজেলায় চায়ের দোকানে মো. লিটন নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় লিটন বাজারে বসে চা খাচ্ছিল। এ সময় ওই এলাকার মমিনুর ও তার ছেলে সেলিম তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তিনি মারা যান।
আরও পড়ুন : হজে কতজন বাংলাদেশির মৃত্যু, জানাল কর্তৃপক্ষ
তিনি আরও বলেন, দলীয় বা রাজনৈতিক কোনো দ্বন্দ্বের কারণে এমনটা ঘটেছে বলে মনে হয় না। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লিটনের নামেও একাধিক মামলা রয়েছে। তিনি কয়েক দিন আগে কারাগার থেকে জামিনে এসেছেন।
হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।