ঢাবির বিজ্ঞান ইউনিটের দুই বিভাগে আসন শূন্য, ডাকা হলো ভর্তিচ্ছুদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির চতুর্থ মাইগ্রেশনের পর দুই বিভাগে আসন শূন্য রয়েছে।  এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে।  বিজ্ঞান ইউনিট আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিষয় মনোনয়ন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আবদুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট-এ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির চতুর্থ মাইগ্রেশনের মাধ্যমে ভর্তিচ্ছুক যোগ্য সকল শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ সম্পন্ন করা হয়েছে। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি (এসিটি) বিভাগে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় এখনও কিছু আসন শূন্য রয়েছে। 

এ অবস্থায় বিভাগ দু’টিতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন (ভর্তির নির্দেশিকার ১৯ নম্বর ধারা অনুযায়ী যারা উক্ত বিষয় দু’টিতে বিভাগ পছন্দক্রম দিতে পেরেছিলেন) যেসব ভর্তিচ্ছুক শিক্ষার্থী এখনও কোনো সাক্ষাৎকারে উপস্থিত হতে পারেননি অথবা মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে পারেননি তারা আগামী ১৭ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সাক্ষাৎকারে উপস্থিত হয়ে উক্ত বিষয় দু'টিতে ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন। 

এক্ষেত্রে নতুন করে সাক্ষাৎকারে উপস্থিত হওয়া ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা খালি থাকা আসনের চেয়ে বেশি হলে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী মনোনয়ন প্রদান করা হবে। সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র-

আরও পড়ুন: করোনা প্রতিরোধে যে নির্দেশনা দিলেন মাউশি ডিজি

ক. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।

খ. এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার অ্যাকাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।

গ. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি-এর রশিদ।

ঘ. অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রম-এর প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে)।

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিস-এ জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তিতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।