ভারত থেকে উন্নত জাতের ৯৫টি মহিষ আমদানি করল বাংলাদেশ

উন্নত জাতের মহিষ আমদানি
উন্নত জাতের মহিষ আমদানি © টিডিসি ফটো

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভারত থেকে উন্নত জাতের ৯৫টি মহিষ আমদানি করেছে বাংলাদেশ সরকার। দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই মহিষগুলো আনা হয়েছে সাভারে অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ব্যবহারের জন্য।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে মহিষের চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। চালানে রয়েছে ৫৫টি দুধ উৎপাদনে সক্ষম পূর্ণবয়স্ক মহিষ এবং ৪০টি প্রজননের উপযোগী বাছুর।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ও ‘তামীম কর্পোরেশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সহযোগিতায় মহিষগুলো আমদানি করা হয়। চালানটির ঘোষিত বাজারমূল্য ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। শুল্কমুক্ত সুবিধায় ‘তৃষা এন্টারপ্রাইজ’ নামের একটি সিএন্ডএফ এজেন্ট শুল্ক কার্যক্রম সম্পন্ন করে।

আরও পড়ুন: রাজধানীতে ১০ তলা থেকে পড়ে অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু

বেনাপোল স্থলবন্দরে পৌঁছানোর পর শার্শা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের একটি বিশেষজ্ঞ টিম মহিষগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে। পরীক্ষায় সন্তোষজনক ফলাফল আসায় দ্রুত ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই মহিষ আমদানি দেশের গবাদিপশু খাতে একটি বড় অগ্রগতি। দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উন্নত জাতের গবাদিপশু সংরক্ষণ ও বিস্তারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সরকারের খাদ্য নিরাপত্তা এবং কৃষি উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও এই উদ্যোগ বিবেচিত হচ্ছে।