জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে প্রতিযোগিতার আয়োজন গণতান্ত্রিক ছাত্রসংসদের
- ০৪ জুন ২০২৫, ১২:৫০
চব্বিশের ঐতিহাসিক জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আয়োজন করছে ‘জুলাই জাগরণ: স্মৃতির প্রতিধ্বনি’ শীর্ষক একটি বিশেষ স্মৃতি সংরক্ষণ প্রতিযোগিতা। এতে যেকেউ ছবি, গল্প, ডকুমেন্টারি, কবিতা, ছড়া, গান ও শর্টফিল্মের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত সেরা কাজগুলো প্রদর্শিত হবে জাতীয় পর্যায়ের প্রদর্শনীতে। প্রতিযোগিতার প্রতি বিভাগ থেকে প্রত্যেক ক্যাটাগরিতে সেরা ৩ জনের জন্য রয়েছে বিশেষ সম্মাননা পুরস্কার।
আজ বুধবার (৪ জুন) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটি ঘটনা নয়; বরং আমাদের সাহস, সংগ্রাম ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। এই ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আয়োজন করছে ‘জুলাই জাগরণ : স্মৃতির প্রতিধ্বনি’ শীর্ষক একটি বিশেষ স্মৃতি সংরক্ষণ প্রতিযোগিতা। এতে আপনি অংশ নিতে পারবেন ছবি, গল্প, ডকুমেন্টারি, কবিতা, ছড়া, গান ও শর্টফিল্মের মাধ্যমে। এই আয়োজনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আন্দোলনের চেতনা, ছাত্র-জনতার অভিজ্ঞতা, অভ্যুত্থানোত্তর নয়া বাংলাদেশের স্বপ্ন ও আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রশিবিরের ঈদ আয়োজন আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট
বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার তিনটি বিভাগের কথা উল্লেখ করা হয়।‘ক’ বিভাগে গল্প বা অভ্যুত্থানের স্মৃতি, কবিতা, ছড়া;‘খ’ বিভাগে আর্টওয়ার্ক (হাতে আঁকা), আর্টওয়ার্ক (ডিজিটাল), ফটোগ্রাফি এবং‘গ’ বিভাগে ডকুমেন্টারি, শর্টফিল্ম, গান, কথা ও সুরসহ ভিডিও ক্যাটাগরি রয়েছে।
যেভাবে অংশগ্রহণ করবেন:
মোবাইল কিংবা ল্যাপটপ/কম্পিউটার থেকে বিভাগ ও ক্যাটাগরি উল্লেখ করে bdsc2025@gmail.com অ্যাড্রেসে ই-মেইল করতে হবে অথবা খামসহ পাঠিয়ে দিতে হবে ‘রূপায়ন ট্রেড সেন্টার, কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এই ঠিকানায়। জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ জুন, ২০২৫।
পুরস্কার:
বাছাইকৃত সেরা কাজগুলো প্রদর্শিত হবে জাতীয় পর্যায়ের প্রদর্শনীতে। প্রতি বিভাগ থেকে প্রত্যেক ক্যাটাগরিতে সেরা ৩ জনের জন্য রয়েছে বিশেষ সম্মাননা পুরস্কার।