জাবি ছাত্রশিবিরের আয়োজনে ঈদের দিন ‘মধ্যাহ্নভোজ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ছাত্রশিবির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ছাত্রশিবির © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঈদুল আযহার দিন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সব শিক্ষার্থীদের জন্য ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’-এর আয়োজন করবে জাবি শাখা ইসলামী ছাত্রশিবির। রবিবার (১ জুন) জাবি ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘পবিত্র ঈদুল আযহা অত্যাসন্ন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এই ঈদের অন্যতম অনুষঙ্গ পশু কুরবানি। ঈদুল আযহার সময়ে অ্যাকাডেমিক বা অন্যান্য কারণে অনেক শিক্ষার্থী হলগুলোতে অবস্থান করেন। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন।’ এদিন  দিন ছাত্রশিবিরের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে বলে জানানো হয় ।

আরও পড়ুন: ১৫০ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে, বরাদ্দ ২,১৫৪ কোটি টাকা

এ বিষয়ে ছাত্রশিবিরের জাবি শাখার দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘ঈদের দিন আমরা কুরবানি করব ইনশাআল্লাহ এবং সকল অবস্থানরত শিক্ষার্থীদের জন্য থাকবে একসাথে খাওয়ার একটি সুন্দর আয়োজন। ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘ঈদের আগে আমরা সব হলে গিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবো এবং সেই অনুযায়ী ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও খাবারের ব্যবস্থা থাকবে।’

শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘ঈদ হলো আনন্দের, ত্যাগের ও মানবিক সহানুভূতির দিন। আমরা চাই, যেসব শিক্ষার্থী পরিবার-পরিজনের সঙ্গে ঈদ না করে ক্যাম্পাসে থাকবে, তারা যেন ক্যাম্পাসেও একধরনের পারিবারিক উষ্ণতা ও ভালোবাসা অনুভব করতে পারেন। তাই সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই।