ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজায় রওনা হলেন গ্রেটা থুনবার্গ

জাহাজ ছাড়ার আগে বক্তব্য রাখেন গ্রেটা থুনবার্গ
জাহাজ ছাড়ার আগে বক্তব্য রাখেন গ্রেটা থুনবার্গ © সংগৃহীত

সারা বিশ্বেই পরিচিত এক নাম গ্রেটা থুনবার্গ। জলবায়ু আন্দোলনের কর্মী তিনি। জলবায়ু সুক্ষার জন্য আন্দোলন করে সাম্প্রতিক বছরগুলোতে খবরের শিরোনামে এসেছেন গ্রেটা। এবার তিনি যাত্রা শুরু করেছেন গাজা অবরোধ ভাঙার উদ্দেশ্যে। তার সঙ্গে আছেন 'গেম অব থ্রোনস' অভিনেতা লিয়াম কানিংহাম। মোট ১২ জনের একটি দল গাজার উদ্দেশ্যে একটি জাহাজে যাত্রা শুরু করেছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, এই যাত্রার লক্ষ্য ‘গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙা’।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এক বিবৃতিতে ২২ বছর বয়সী থুনবার্গ বলেছেন, ‘বিশ্ব মূক দর্শক হয়ে থাকতে পারে না। আমরা যে নীরবতা ও নিষ্ক্রিয়তা দেখছি, তা মারাত্মক। ২০ লাখ মানুষকে পরিকল্পিতভাবে অনাহারে রাখা হচ্ছে। এম পরিস্থিতিতে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে শামিল হওয়া প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।’

আরও পড়ুন: শিক্ষা খাতে বরাদ্দ বাড়ল ৯৩৪ কোটি টাকা

কোনো ধরনের বাধা না এলে সাত দিনের মধ্যে গাজায় পৌঁছানোর আশা করছেন তারা। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, গাজা উপকূল কঠোরভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন। অতীত অভিজ্ঞতা অনুযায়ী, তারা সমুদ্রপথে প্রবেশকারীদের ওপর কঠোর আচরণ করে থাকে।

গাজা অভিমুখে জাহাজটি পরিচালনা করছে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা এর আগেও মে মাসের শুরুর দিকে গাজামুখী একটি জাহাজ পাঠিয়েছিল। ‘কনসায়েন্স’ নামের সেই জাহাজটি মাল্টার উপকূলে আন্তর্জাতিক পানিসীমায় পৌঁছালে দুটি সন্দেহজনক ড্রোনের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। সংগঠনটির দাবি, ওই হামলার জন্য ইসরায়েল দায়ী।

সর্বশেষ অভিযানের বিষয়ে ফ্লোটিলার অন্যতম কর্মী থিয়াগো আভিলা বলেন, ‘আমরা কেবল সমুদ্রপথে অবরোধ ভাঙতে চাই না, বরং স্থলপথেও অবরোধ ভাঙার জন্য বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে কাজ করছি।’ ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরায়েল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান বলেন, ‘মানবিক অবরোধ এবং চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ, ইসরায়েলকে যে দায়মুক্তি দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করা এবং আন্তর্জাতিক গণসচেতনতা সৃষ্টি করাই এই অভিযানের লক্ষ্য।’

বিশ্লেষকদের মতে, এই সমুদ্রপথে বেসামরিক কর্মীদের এমন ‘প্রতীকী প্রতিরোধ’ আন্তর্জাতিক মনোযোগ কাড়বে এবং গাজার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। তবে এ অভিযানের পরিণতি কী—তা নির্ভর করছে ইসরায়েলের প্রতিক্রিয়ার ওপর।