শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে সবশেষ যা জানাল ইএমআইএস সেল

শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আযহার উৎসব ভাতা আজ সোমবার (২ জুন) পাবেন। এদিন বিকেল ব্যাংকে টাকা পাঠানো শুরু হবে বলে জানা গেছে।

সোমবার (২ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান।

ইএমআইএস সেল প্রধান বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদ উৎসব ভাতার অর্থ আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ হওয়ার কথা।’ আজকের মধ্যে ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আজ ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা নেই।’

আরও পড়ুন: শিক্ষায় বরাদ্দের বড় অংশ ব্যয় হয় এমপিও ও বেতন-ভাতায়: অর্থ উপদেষ্টা

জানা গেছে, দীর্ঘ ২১ বছর পর এবারের ঈদে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। আর কর্মচারীরা আগের মতোই ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

গত ২৬ মে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশ করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। সম্মতিপত্রে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূলবেতনের ২৫ (পঁচিশ) শতাংশ হতে বৃদ্ধি করে ৫০ (পঞ্চাশ) শতাংশে নির্ধারণ করা হলো।’

শর্তে বলা হয়েছে, ‘এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন; প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি,ও জারি করে জি,ওর ০৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের নিমিত্ত প্রেরণ করতে হবে।

সম্মতিপত্রে আরও বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীগণের উৎসব ভাতার হার বিদ্যমান ৫০ (পঞ্চাশ) শতাংশ বহাল থাকবে।’