উচ্ছেদের পর পাহাড়ের পাদদেশে ঠাঁই, ধস আতঙ্কে দিন পার করছে ১৭০ পরিবার

উচ্ছেদের পর পাহাড়ের পাদদেশে ঠাঁই
উচ্ছেদের পর পাহাড়ের পাদদেশে ঠাঁই © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কারণে উচ্ছেদ হয়ে বৈরাগ ইউনিয়নের বদুলপুরা গ্রামে আশ্রয় নিয়েছে প্রায় ১৭০ পরিবার। দেড় যুগেরও বেশি সময় ধরে তারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে বসতির পাশের রাস্তার একাংশে পাহাড় ধসে পড়েছে, যা বাসিন্দাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

বদুলপুরায় প্রায় সহস্রাধিক মানুষ বসবাস করেন, যাদের একটি বড় অংশ সরাসরি পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন।

আরও পড়ুন: তিন কারণে ৩৫ ঊর্ধ্বদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়

স্থানীয় বাসিন্দা মরজিনা আক্তার বলেন, বিকল্প জায়গা না থাকায় বাধ্য হয়েই আমরা এতদিন ধরে এখানে থাকছি। সম্প্রতি স্থানীয় মেম্বার মাইকিং করে সতর্ক করেছেন, কিন্তু কোথায় যাব আমরা?

আরেক বাসিন্দা ইয়াকুব বলেন, বৃষ্টি হলে জনপ্রতিনিধিরা এসে দেখে যান, কিন্তু থাকার আর কোনো জায়গা নেই আমাদের।

স্থানীয় ইউপি সদস্য জানান, বৃষ্টির সময় নিয়মিত মাইকিং করে সতর্ক করছি। পরিবারগুলোর খোঁজও নিচ্ছি। তবে দীর্ঘদিন ধরেই তারা এখানেই বসবাস করছেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ঝুঁকিপূর্ণ বসবাসের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছি যেন তারা সতর্কতামূলক মাইকিং করেন। শিগগিরই আমি নিজে এলাকাটি পরিদর্শন করব। যদিও পূর্বে এখানে পাহাড়ধসের ঘটনা ঘটেনি, তারপরও আমরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।