রাজশাহী কলেজ
ভর্তি পরীক্ষায় শিবিরের গার্ডিয়ান লাউঞ্জের ব্যানারে ‘গার্ডিয়ান’ বানান ভুল
- টিডিসি রিপোর্ট
- ০২ জুন ২০২৫, ০৮:৫১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য স্থাপিত শিবিরের গার্ডিয়ান লাউঞ্জের ব্যানারে ‘গার্ডিয়ান’ বানান ভুল হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শনিবার (৩১ মে) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখা। পাশাপাশি সংগঠনটি ভর্তিচ্ছুদের অভিভাবকদের বিশ্রামের জন্য স্থাপন করে অভিভাবক ছাউনি, যেটার নাম দেওয়া হয় ‘গার্ডিয়ান লাউঞ্জ’। এ গার্ডিয়ান লাউঞ্জের সামনে একটি ব্যানার টাঙানো হয়। ব্যানারে দেখা যায়, ‘Guardian Lounge’ শব্দদ্বয়ের ‘Guardian’ বানান ভুল করে লেখা হয়েছে ‘Gardian Lounge’.
শিবিরের ভুল হওয়া ব্যানারের ছবি ফেসবুকে পোস্ট করে তাহমীদ অর্জন নামে একজন ক্যাপশনে লেখেন, হার্ভার্ড জয় করা বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা Guardian বানান জানে না।
রাসেল মাহমুদ নামে একজন লেখেন, অক্সফোর্ড জয় করা বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা Guardian বানান জানে না।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে আমরা কয়েকটি হেল্পডেস্ক স্থাপন করেছিলাম। এ আয়োজনের অংশ হিসেবে যে ব্যানারটি ব্যবহার করা হয়, সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে একটি টাইপিং মিসটেক হয়ে যায়। এটি আমাদের অসতর্কতার কারণে হয়েছে, যা আমরা স্বীকার করছি। আমরা যে প্রেস থেকে ব্যানার তৈরি করি, শুক্রবার সেই প্রেসটা বন্ধ ছিল। শুক্রবার রাজশাহী শহরে সকল প্রেস বন্ধ থাকে।
আরও পড়ুন: সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ৩৫ ঊর্ধ্বদের নিয়ে মন্ত্রণালয়ের সভা
তিনি আরও বলেন, আমরা বাধ্য হয়ে অন্য একটি নতুন প্রেসে ব্যানারটি তৈরি করি। ব্যানারটি ৩০ তারিখ রাতে আমরা লাগিয়ে দিই। সেদিন আমাদের বিভিন্ন কাজে ব্যস্ততা ছিল, ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আসা অতিথি শিক্ষার্থীদের আতিথেয়তার প্রস্তুতি নিচ্ছিলাম। সে কারণে ব্যানার লাগানোর পর তা খেয়াল করা হয়নি। এটা নিঃসন্দেহে আমাদের বড় একটি ত্রুটি। পরের দিন, ভর্তি পরীক্ষায় আমাদের কলেজে প্রায় সাড়ে পাঁচ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। সার্বিকভাবে আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ব্যানারে থাকা ভুলটি আমাদের তখনও চোখে পড়েনি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর জানতে পেরেছি আমাদের এই জায়গাটায় ভুল ছিল। পরে ওই ভুল হওয়া ছবি আমরা যেখানে পোস্ট করেছিলাম তা আমরা তুলে নিয়েছি । এটা অনেকের কাছে থেকে গেছে ।
রাজশাহী কলেজ শিবির সভাপতি দুঃখ প্রকাশ করে আরও বলেন, এটা ছিল নিছক টাইপিংজনিত ভুল, যেখানে 'U' এর জায়গায় 'A' চলে এসেছে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং এই ভুল স্বীকার করছি। ভবিষ্যতে এমন ভুল যাতে না ঘটে, সে বিষয়ে আমরা আরও সতর্ক থাকব।
উল্লেখ্য, এ বছর রাজশাহী কলেজে ২৪ টি বিভাগের ৪,২৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেন ১৫,৮৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৮০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৮,৮৪২টি, মানবিক বিভাগে ২,৪৫৫টি আসনের বিপরীতে ৫,৬৯৫টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০৫টি আসনের বিপরীতে ১,৩২০ টি আবেদন জমা পড়ে।