মেধাবী প্রকল্পে জবি শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু ১৪ জুন, মানতে হবে যে নির্দেশনা
- ০২ জুন ২০২৫, ১৭:২৪
আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে আবেদনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৪ জুন থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকার কার্যক্রম ৩ দিনব্যাপী চলবে এবং মোট ৫৪০ জন আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আবেদনকারীদের সাক্ষাৎকার ক্রমিক নম্বর অনুযায়ী নিম্নোক্ত তারিখে নেওয়া হবে-প্রথম থেকে ২০০তম পর্যন্ত ১৪ জুন; ২০১ থেকে ৪০০তম পর্যন্ত ১৫ জুন এবং ৪০১ থেকে ৫৪০তম পর্যন্ত ১৬ জুন। উল্লিখিত তারিখে প্রতিদিন সকাল ১০টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
আরও পড়ুন: গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষকের পদোন্নতির উদ্যোগ জবি প্রশাসনের
এ ছাড়াও যারা অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও প্রক্টর অফিসে আবেদনপত্রের হার্ডকপি জমা দেননি, তাদের সাক্ষাৎকারের সময় আবেদনের হার্ডকপি সঙ্গে আনতে হবে। হার্ডকপি জমা না দিলে কাউকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারী শিক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারিত তারিখগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাক্ষাৎকার কেন্দ্রে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু থাকবে। সকাল ৯টা ১৫ মিনিটে ও সকাল ১০টা ১৫ মিনিটে মোট দুটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।