ইতিহাস গড়ে ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি

চ্যাম্পিয়নস লিগের শিরোপা পিএসজির
চ্যাম্পিয়নস লিগের শিরোপা পিএসজির © সংগৃহীত

মিউনিখের এ মাঠে খেলা হলেই নাকি নতুন কোনো দল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে। অলিখিত সেই নিয়মই যেন ধরে রাখল ২০২৫। একপেশে এক ম্যাচে ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএসজি যোগ করল নতুন এক শিরোপা। সেই সঙ্গে নিশ্চিত হলো লা প্যারিসিয়ানদের ট্রেবল শিরোপাও।

কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি এমন সাফল্য পেতে কত বড় সব প্রজেক্ট ও বিনিয়োগই না করেছেন। দলে নিয়েছিলেন সময়ের সব সেরা তারকাদের। যদিও লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপের মতো আক্রমণত্রয়ীও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি। লুইস এনরিকের তারুণ্য নির্ভর দল সেটাই সত্যি করেছে।

পিএসজি ম্যাচের শুরুতেই কর্তৃত্ব করে খেলতে শুরু করে। ম্যাচের ১২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি। গোলের সামনে ফাঁকায় দাঁড়ানো সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ ফুলব্যাককে দিয়ে গোল করান তরুণ ডিয়েসারি দুয়ে।

আরও পড়ুন : বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক তিনি, ২০ বছরেও দেখেননি কেউ

এর ৮ মিনিটের মাথায় ১৯ বছর বয়সী নতুন নেইমার খ্যাত ফ্রেঞ্চম্যান দুয়ে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ফাইনালে তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি গড়েন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে দুয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ইন্টার মিলানের ঘুরে দাঁড়ানোর বেঁচে থাকা সামান্য আশা শেষ করে দেন।

তবে তখনো শেষ হয়নি পিএসজির গোল উৎসব। মাত্র ১০ মিনিট পর মাঝমাঠ থেকে উসমান দেম্বেলের বাড়ানো দারুণ এক থ্রু বল প্যে নিচু শটে বল জালে জড়ান জর্জিয়ার ফরোয়ার্ড খাভিচা কাভারেস্কেইয়া। এরপর ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমে দুই মিনিট পর ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকেন ১৯ বছর বয়সি ফরাসি মিডফিল্ডার সেনি মায়ুলু। এতে ৫-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

গত মৌসুম পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। এবারের ২০২৪-২৫ মৌসুম থেকে সেটি ৩৬ দলে পরিণত হয়। বিস্তৃত আকার নিয়ে বদলে যায় টুর্নামেন্টের ফরম্যাটও। যার প্রভাব পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানিতে।

আরও পড়ুন : ভারী বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের শঙ্কা

২ দশমিক ১৯ বিলিয়ন থেকে বেড়ে ইউসিএলের প্রাইজমানি দাঁড়ায় ২ দশমিক ৭১ বিলিয়ন ডলারে। ফলে ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ডগড়া পিএসজি টাকার অঙ্কেও ইতিহাস গড়ে ফেলেছে।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল ৫ গোলের ব্যবধানে জেতেনি। একইভাবে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই ইতিহাস গড়ল দলীয় পুরস্কারেও। কেবল চ্যাম্পিয়ন হয়েই তাদের পকেটে ঢুকছে ২৭ দশমিক ৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩৯ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন পর্বে ম্যাচপ্রতি জয়ের হিসাব রয়েছে।