গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া
- ৩১ মে ২০২৫, ১৪:১৪
দেশের গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজ প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি বলেন, খুব শিগগিরিই দেশের জনগণ বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিএনপির নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান খালেদা জিয়ার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা, উন্নয়ন ও নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো। এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, চট্টগ্রামই ছিল সেই শহর, যেখান থেকে তিনি সৎ, সফল এবং প্রকৃত একজন রাষ্ট্রনায়ক হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বতন্ত্রতা, জাতীয় উন্নয়ন এবং একটি আত্মমর্যাদাশীল জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন তিনি। শহীদ জিয়া ছিলেন সেই নেতা, যিনি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে নিজের জীবন দিয়েছেন। তাঁর শাহাদাত দেশের ইতিহাসে এক অবিনাশী অধ্যায় হয়ে থাকবে।
লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন।
এ আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন। আলোচনা সভার প্রধান আলোচক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।