ঢাবির প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদানে ট্রাস্ট ফান্ড গঠন
- ২৯ মে ২০২৫, ১৫:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. সালমা আরজু ক্রীড়া ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। গতকাল বুধবার (২৮ মে) শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক ড. সালমা আরজু ১০ লাখ টাকার একটি চেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর কাছে হস্তান্তর করেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষে অধ্যয়নরত ৪ জন অসচ্ছল প্রতিভাবান ক্রীড়াবিদকে বৃত্তি প্রদান করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল প্রতিভাবান খেলোয়াড়গণ অনেক উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রাবি ছাত্র আহত
উপাচার্যের সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।