বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৪৩ লাখ টাকা

অস্ট্রেলিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়ন করতে আবেদন করুন খুঁটিনাটি জেনে
অস্ট্রেলিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়ন করতে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) এবং ডেকিন ইউনিভার্সিটি পোস্ট-গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআর)” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। আবেদনের শেষ সময় ২৪ আগস্ট ২০২৫। 

এই দুই স্কলারশিপের মধ্য আরটিপি স্কলারশিপের অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার। আর ডিইউপিআর স্কলারশিপ দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা । 

ডেকিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। দেশটির ভিক্টোরিয়া শহরের এ বিশ্ববিদ্যালয় স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিতের পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা এবং কাজেরও সুযোগ পান।

সুযোগ সুবিধা—

*টিউশন ফি মওকুফ ও চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া হয়); 

*আন্তঃদেশীয় ও বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১৫০০ ডলারের স্থানান্তর ভাতা;

*বছরে ৩৫,৫৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৩, ৪৩,৫৭০ টাকা) ভাতা প্রদান করবে;

*আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যভাতা প্রদান করবে;

*বিমানভাড়া প্রদান করবে;

আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা

যেসব অনুষদে ভর্তি—

*স্বাস্থ্য অনুষদ,

*কলা ও শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সম্বন্ধীয়;

*ব্যবসায় এবং আইন;

*বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ;

*ফ্রন্টিয়ার ম্যাটেরিয়ালস;

*ইন্টেলিজেন্স সিস্টেম গবেষণা ও উদ্ভাবন;

*ফলিত কৃত্রিম বুদ্ধি ইনস্টিটিউট;

এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট ও ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালস বিষয়ে সারা বছর আবেদন করা যায়।

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

ডিগ্রির মেয়াদ—

ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় ৩ বছর ও টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় ৪ বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় ২ বছর।

আবেদনের যোগ্যতা—

*অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*শিক্ষার্থীদের অবশ্যই ডেকিন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার এইচডিআর কোর্সে ভর্তি হতে হবে;

*প্রার্থী কমনওয়েলথ বা সমমানের অন্য কোনো বৃত্তি বা পুরস্কার গ্রহণ করতে পারবেন না;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ আগস্ট ২০২৫।