সাম্য হত্যা বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটি‌উটের (আইইআর) শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটি‌উটের শিক্ষক ও ছাত্র প্রতিনিধি প্রক্টর অফিস গিয়ে প্রশাসনের সঙ্গে সাম্য হত্যার বিচারের অগ্ৰগতি নিয়ে কথা বলেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে আইইআরের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ইব্রাহিম মুন্সি ইফতি বলেন, ‘আমরা আমাদের ভাইকে নিয়ে কোনো রাজনীতি চাই না। আমরা চাই এ হত্যা কাণ্ডের বিচার। এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে পরবর্তী সময়ে এমন কোনো ঘটনা কেউ ঘটানোর আগে দুইবার ভাবে।’

আরও পড়ুন: সচিবালয় ‘অচল’ করে দেওয়ার হুঁশিয়ারি কর্মচারী নেতাদের

শিক্ষা ও গবেষণা ইনস্টিটি‌উটের শিক্ষার্থী স্বচ্ছ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নিরাপত্তা নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয়কে মানবিক করিডর বানিয়েছে, যা বাইরের মানুষের জন্য উন্মুক্ত। কিন্তু শিক্ষার্থীদের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘We want justice’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।