নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তরুণের, আহত ২
- ২৬ মে ২০২৫, ০২:৫৪
যশোরের শার্শা উপজেলার বেলতলা আমবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হাসিব (২০) ও রফিকুল (২৬) নামে আরও দু’জন।
নিহত সৌরভ মন্ডল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সদুল্লাপুর ইউনিয়নের সুকদেব মন্ডলের ছেলে। হাসিব ও রফিকুলও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে সৌরভ, হাসিব ও রফিকুল বেলতলা আমবাজারে শ্রমিক হিসেবে কাজ শেষে পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়।
এতে সৌরভের মাথায় গুরুতর আঘাত লাগলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত দুই যুবক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: জুলাইযোদ্ধা হাসানের মরদেহ আসছে আজ, জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে
স্থানীয় বাসিন্দারা বলছেন, মহাসড়কের পাশে বেলতলায় আমবাজার বসে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত থাকায় সেখানে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটে।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকুনুজ্জামান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।