বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে জিপের ছাদে উঠে প্রাণ গেল কিশোরের

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর প্রাণ হারিয়েছে
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর প্রাণ হারিয়েছে © প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় চলন্ত জিপ গাড়ি থেকে পড়ে মোহাম্মদ হাবিব (১২) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে) বিকেলে আনোয়ারা-চন্দনাইশ সড়কের সৈয়দ কুচাইয়া এলাকায়।

নিহত হাবিব হাইলধর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের বাসিন্দা মো. মফিজের ছেলে। সে তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয় ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হাবিব একটি জিপগাড়ির ছাদে ওঠে। পথে হঠাৎ গাড়ির ছাদ থেকে পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ১২ বছরের এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’