একেই কি বলে প্রতিবিপ্লব, প্রশ্ন রাফে সালমান রিফাতের
- ২৪ মে ২০২৫, ১৮:৫০
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বিস্ফোরক মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্ন তুলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বা বিপ্লবের ৯ মাসে যেন দেশে কি প্রতিবিপ্লব হয়ে গেছে?
আরও পড়ুন: ডাকসুর দাবিতে অনশনরত দুই ঢাবি শিক্ষার্থী হাসপাতালে
শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন রিফাত, যিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতিও ছিলেন।
রিফাত লিখেছেন, বিপ্লবের ৯ মাসের মাথায় বিপ্লবের ব্যানার ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ বলতে কিছুর অস্তিত্ব নাই আর। একেই কি বলে প্রতিবিপ্লব?
উল্লেখ্য, গণ–অভ্যুত্থানে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাতের নেতৃত্বে নতুন একটি ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’ ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রতিষ্ঠিত হয়েছে। আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র। জুনায়েদ পড়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে। আর রিফাত পড়েছেন ফার্মেসিতে। তারা দুজনই ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।