এনসিপি নেতাদের পদত্যাগ থেকে দৃষ্টি সরাতে ড. ইউনূসের পদত্যাগের নাটক করা হয়েছে: রাশেদ খাঁন
- ২৪ মে ২০২৫, ০৮:৩৮
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, এনসিপির উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে প্রধান উপদেষ্টার পদত্যাগের নাটক করা হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) পুরানা পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, গতকাল প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তিনি পদত্যাগ করতেছেন না। মূলত এনসিপির উপদেষ্টা ও নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বলেছেন, “তোমরা সংযত হও, নইলে আমি দায়িত্বে থাকব না”। এটা মূলত তাদের জন্য সতর্কবার্তা। কিন্তু তারা বাইরে ছড়িয়ে দেয়, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে। সেই তারাই আবার মধ্য রাতে বলতে থাকে, প্রধান উপদেষ্টা থাকবেন। মূলত এনসিপির উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে এই নাটক তারা মঞ্চায়ন করেছে।
তিনি আরও বলেন, আজকে একজন উপদেষ্টা বলেছে, শুধু নির্বাচনের জন্য আমরা বসি নাই। কিন্তু ১০ মাসেও তো গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের নমুনা দেখছি না। বরং সংস্কারের নামে নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদের পাহারাদার হয়েছেন একজন উপদেষ্টার স্বামী। সাবের মান্নানদের জামিন করিয়েছেন, রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছে। সংস্কারের নামে নৈরাজ্য ও অনৈক্য সৃষ্টি করেছে উপদেষ্টা মাহফুজ, দুর্নীতিতে জড়িয়েছে উপদেষ্টা আসিফ।
রাশেদ খাঁন বলেন, আসিফের এপিএস দুর্নীতি করলো, আর সে কি ঘুমিয়ে ঘুমিয়ে দেখলো? এছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতা কী করে প্রশাসক হলো, আসিফকে তার জবাব দিতে হবে। আমাদের স্পষ্ট দাবি শপথ লঙ্ঘনের দায়ে এনসিপির উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। প্রশাসক এজাজকে অপসারণ ও গ্রেফতার করতে হবে। অন্যথায় উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার দূর হবে না।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমরা ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগ চাইনা। দায়িত্ব শেষ হওয়ার আগে আমরা ডক্টর মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতেও দিব না। তার উপর আমাদের আস্থা রয়েছে। কিন্তু তার টিম ভাল খেলছেনা। ভাল টিম না পেলে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার করতে হলে অবশ্যই ডক্টর মুহাম্মদ ইউনূসের টিম পুনর্গঠন করতে হবে। অন্যথায় এই টিম নিয়ে খেলে ডক্টর মুহাম্মদ ইউনূস ভাল করলেও, টিম দিয়ে ম্যাচ জেতা যাবেনা। আর এ কারণেই আমাদের দাবি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন নেতৃত্ব নির্বাচনে কমিশনারের নাম ঘোষণা
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম শপথ ভঙ্গ করেছেন, সুতরাং তাদেরকে পদত্যাগ করতেই হবে। তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক অকৌশলের মাধ্যমে ড. মোহাম্মদ ইউনূসকেও বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। আমরা ড. মোহাম্মদ ইউনূসের পক্ষে আছি।
উল্লেখ্য, সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সমাবেশ শেষে পল্টনে বিক্ষোভ মিছিল হয়।