জমির বিরোধে প্রবাসী দুই ভাইয়ের বসতঘরে দুর্বৃত্তদের আগুন

অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর
অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর © টিডিসি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী দুই ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম খান জানান, তার ও ভাই সোহেল খানের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা বসতঘরে আগুন দেয়। আগুনে ঘরের আসবাব, ইলেকট্রনিক সামগ্রী, পোশাকসহ সবকিছুই পুড়ে যায়। ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না এবং বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন ছিল। তিনি দাবি করেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাইদুলের আত্মীয় হারুন খান বলেন, ‘রাতেই খবর পেয়ে ছুটে এসে দেখি, ঘর সম্পূর্ণ ভস্মীভূত। কিছুই বাকি নেই।’

আরও পড়ুন: মির্জা ফখরুলকে কতদিন হাসপাতালে থাকতে হবে, জানালেন চিকিৎসক

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রবাসী পরিবারটি দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছে।