মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের
- ২৩ মে ২০২৫, ১১:২৫
দেশে নানা ইস্যুতে চলছে আন্দোলন, আলোচনা-সমালোচনা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দাবিতে সড়ক অবরোধ ও দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য। সবমিলিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে চলছে তর্ক-বিতর্ক, দিচ্ছেন পক্ষে-বিপক্ষে নানা যুক্তি।
এমন পরিস্থিতিতে মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২২ মে) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: টানা সাত ঘণ্টা পর শাহবাগ ছেড়েছে ছাত্রদল
সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত আমীর লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।’
তিনি লেখেন, ‘যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহ তা'য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।’