হাবিপ্রবিতে প্রথম মেধাতালিকার চূড়ান্ত ভর্তি শেষ আজ
- ২৬ মে ২০২৫, ০৮:০১
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম মেধাতালিকার চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (২২ মে) শেষ হচ্ছে। বুধবার (২১ মে) থেকে শুরু হওয়া এ ভর্তি কার্যক্রমে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২১ ও ২২ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। ভর্তি ফি বাবদ ১৫ হাজার ৯১৫ টাকা মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে জমা দিয়ে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে তা প্রিন্ট করে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবছর ১ হাজার ৭৯৫টি আসনের ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রথম মেধাতালিকার ভর্তি শেষে ফাঁকা আসন সাপেক্ষে আগামী ২৮ ও ২৯ মে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ২৫ ঘণ্টা ধরে অনশনে ডিজিটাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা
ভর্তি কার্যক্রম চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গেছে, শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে আনন্দের ছোঁয়া। অনেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছবি তুলে স্মৃতি সংরক্ষণ করছেন। ভর্তি হতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘হাবিপ্রবিতে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। এটি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়।’
এক অভিভাবক বলেন, ‘আমার সন্তানের ভর্তি নিশ্চিত করতে পেরে আমি খুবই খুশি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, যা আমাদের জন্য স্বস্তির।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.hstu.ac.bd) পাওয়া যাবে। প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে দ্বিতীয় মেধাতালিকার জন্য অপেক্ষমাণ শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।