শিক্ষার্থীদের হাতে নিম্নমানের পাঠ্যবই, জড়িত মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভূক্ত করবে এনসিটিবি
- ০২ জুন ২০২৫, ১৮:২০
চলতি শিক্ষাবর্ষে প্রায় ৪০ কোটি বিনামূল্যের পাঠ্যবই ছাপিয়ে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে বেশকিছু বইয়ে নিম্নমানের বই পেয়েছে বলে জানিয়েছে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেসব পাঠ্যবই ছাপানো হয়েছে তার মধ্যে কিছু সংখ্যক নিম্নমানের পাওয়া গেছে। ইতোমধ্যে পিএলআই এজেন্ট বইগুলোর মান যাচাইয়ে কাজ করছে। যাচাইয়ের পর নিম্নমানের বইয়ের সংখ্যা জানা যাবে। এরপর সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভূক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।
অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বলেন, চলতি বছরের যে বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর কারিকুলাম সংশোধন হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। পরে দরপত্র আহ্বানসহ নভেম্বরের শেষ দিকে প্রাথমিকের বইয়ের কার্যক্রম শুরু হয়। আর ডিসেম্বরের ১৭ তারিখ শুরু হয় মাধ্যমিক পর্যায়ের বইয়ের কার্যক্রম শুরু হয়। সবমিলিয়ে চলতি বছরের মার্চের ভেতর সব বইয়ের কার্যক্রম শেষ হয়। খুব অল্প সময়ের ভেতর আমাদের বই ছাপানোর কাজ করতে হয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের হয়রানি রোধে ৫১৭ স্কুল-মাদ্রাসায় বসছে সিসিটিভি
এনসিটিবির এই সদস্য বলেন, দুজন করে আমাদের প্রতিনিধি দল বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করেছে। তারাও কিছু বই নিয়ে আপত্তি জানিয়েছে এবং সেগুলো যাচাইয়ের জন্য একটি এজেন্ট কাজ করছে। এমনকি ইতোমধ্যে রিপোর্ট দিতে আমাদের প্রতিনিধি দল কাজ করছে। বইয়ের মান যাচাইয়ের পর, যে প্রতিষ্ঠানগুলো জড়িত তাদের কালোতালিভুক্ত করা হবে এবং ব্যবস্থাও নেওয়া হবে।