সাম্যের স্মৃতি সংরক্ষণে ঢাবিতে হচ্ছে ভাস্কর্য, ভিত্তি প্রস্তর স্থাপন
- ২১ মে ২০২৫, ০৭:২১
সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ হত্যাকাণ্ডের প্রকৃতি অপরাধীদের বিচার দাবিসহ ঢাবি উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে।
এবার ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দে’র উদ্যোগে সাম্যের স্মৃতি সংরক্ষণে ‘ফ্যাসিবাদবিরোধী সাম্য ভাস্কর্য’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন রাস্তার পাশে এ ভাস্কর্যের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্ল্যাটফর্মটির কর্মীরা।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে হাস্যরস, হাসনাত আবদুল্লাহ’র উদ্দেশ্যে কী বলেছেন বিএনপি নেতা দুদু?
এসময় উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সাহিত্য সম্পাদক জুলফিকার জিসান হায়াত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তুহিন খান, বিপ্লবী ছাত্রমৈত্রীর অর্থ সম্পাদক নুজিয়া হাসিন রাশা, ছাত্র ফেডারেশন নেতা মোজাম্মেল হক, ছাত্রদল নেতা আবিদুর রহমান মিশু, সাকিব বিশ্বাস, তানভীর আল হাদী মায়েদ, ফেরদৌস সিদ্দিক সায়মন প্রমুখ।
এ বিষয়ে ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত ১৩ মে দিবাগত রাতে হত্যাকান্ডের শিকার সাম্যের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নিয়েছি আমরা। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা সাম্য প্রত্যাশিত নতুন বাংলাদেশে নৃশংসভাবে খুনের শিকার হয়েছে। প্রজন্মের কাছে সাম্যের ত্যাগ আর প্রাপ্তির ফারাক কতটুকু তাই প্রকাশ করবে সাম্যের ভাস্কর্যটি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৪ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।