মদনপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
- ১৯ মে ২০২৫, ১৭:৩৩
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আফসানা আক্তার নামে তুলারাম কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ফুট ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
জানা যায়, আফসানা তুলারাম কলেজের এইচএসসি ২৫ ব্যাচের (বিজনেস গ্রুপ) শিক্ষার্থী। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। কলেজ ছুটি শেষে সহপাঠীর মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাজেটে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা জানালেন পরিকল্পনা উপদেষ্টা
প্রত্যক্ষদর্শীরা জানান, তুলারাম কলেজের এক ছাত্র এবং ছাত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ মদনপুর ফুট ওভার ব্রিজ এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এসময় পেছনে বসা নারী শিক্ষার্থী পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত শিক্ষার্থীকে বহনকারী তার সহপাঠীও আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনার পরপরই তাদের অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নিয়ে যায়।