শতভাগ আবাসন ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন
- ২১ মে ২০২৫, ২৩:২৪
শতভাগ আবাসন নিশ্চিত ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনের আচরণবিধি ও খসড়া ভোটার তালিকার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিষ্ঠার ৭২ বছর কেটে গেলেও নিশ্চিত হয়নি শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা। এ ছাড়া গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলেও সে অনুযায়ী কাজ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যত দিন পর্যন্ত রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা না হবে, তত দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘জুলাই আন্দোলনের ৯ দফার অন্যতম প্রতিশ্রুতি হলো ছাত্র সংসদ বাস্তবায়ন করা। পাশাপাশি আরেকটি প্রতিশ্রুতি ছিল, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির মূলোৎপাটন করা। আমরা মনে করছি, কার্যকর রাকসু গঠনের মাধ্যমে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সম্ভব। কিন্তু যারা এ লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারাই এ ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাকসু নিয়ে একটা রোডম্যাপ দিয়েছিল, কিন্তু তা আমরা এখনো বাস্তবায়িত হতে দেখিনি। প্রশাসন যে নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে, আমরা মনে করছি, সেটা হাঁটুভাঙ্গা কমিশন। কারণ তারা কোনো খসড়া ভোটার তালিকা নিশ্চিত করতে পারেনি। তাই অনতিবিলম্বে খসড়া ভোটার তালিকা দিতে হবে।’
এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয়, আমরা যে রাকসু নির্বাচনের দাবি জানিয়েছিলাম, তার কোনো কিছু হয়নি। আমাদের ক্যাম্পাসের জন্য রাকসু নির্বাচন ও আবাসিকতা নিশ্চিত করা খুব প্রয়োজন। কিন্তু তার কোনো কিছু করা হয়নি। আমরা দেখেছি, ফ্যাসিবাদের সময় যেসব শিক্ষক-কর্মচারী ছিলেন, তারা সেখানেই বহাল থেকে আবারও ছাত্রলীগের দোসরদের মাধ্যমে ক্যাম্পাসের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, ‘রাকসু আমাদের জুলাই-আগস্ট বিপ্লবের ৯ দফার অন্যতম একটি দাবি। রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের যে পরিমাণ তৎপরতা প্রথমদিকে লক্ষ আমরা করেছি, নির্বাচন কমিটি গঠন করার পর তৎপরতা ততটাই কম লক্ষ করছি। আমাদের এ আন্দোলন আজকেই সীমাবদ্ধ থাকবে না, আমরা ধারাবাহিক আন্দোলনে ফিরে যাব, যত দিন পর্যন্ত রাকসু বাস্তবায়ন না হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আবাসন সংকট সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি রোডম্যাপ দিতে হবে, কত দিনের মধ্যে আমাদের শিক্ষার্থীদের শতভাগ আবাসন দিতে পারবে। যত দিন পর্যন্ত শতভাগ আবাসন আমাদের শিক্ষার্থীদের না দিতে পারবে, তত দিন পর্যন্ত প্রশাসনকে ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান করতে হবে।’