তিতুমীর কলেজ

পোস্টার বিতর্কে এবার যুক্ত হলো ইসলামী ছাত্র আন্দোলন

তিতুমীর কলেজের দেয়ালে পোস্টার লাগানো নিয়ে বিতর্ক
তিতুমীর কলেজের দেয়ালে পোস্টার লাগানো নিয়ে বিতর্ক © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে দেয়ালজুড়ে পোস্টার লাগানো নিয়ে চলমান বিতর্কে এবার যুক্ত হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তিতুমীর কলেজ শাখা। আজ শুক্রবার (১৬ মে) কলেজের বিভিন্ন ভবনের দেয়ালে সংগঠনটি ইসলামী চেতনা ও আদর্শভিত্তিক বার্তা সংবলিত পোস্টার লাগায়। এ নিয়ে ক্যাম্পাসে নতুন বিতর্ক তৈরি করছে বলে জানায় শিক্ষার্থীরা।

এদিকে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী ছাত্র আন্দোলন একটি স্বাধীন ছাত্র সংগঠন হিসেবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে। তাদের দাবি, অন্য সব ছাত্র সংগঠনের মতো তারাও স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাই পোস্টারিং নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার সভাপতি এম. শরিফুল ইসলাম জিয়াদ বলেন, আমি এখন ক্যাম্পাস থেকে কিছুটা দূরে আছি, তবে বিষয়টি নিয়ে কথা বলতে প্রস্তুত। ক্যাম্পাসে তো আগে ছাত্রদল, ছাত্র অধিকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবার পোস্টার ছিল। তারপরও আমরা বিষয়টি বিবেচনায় নিচ্ছি। যদি আমাদের পোস্টারগুলোর কারণে শিক্ষার্থীদের সমস্যা হয় বা ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হয়, আমরা নিজেরাই তা সরিয়ে ফেলবো।

আরও পড়ুন: ঢাবি প্রশাসনের শুধু ভিসি-প্রক্টরেরই পদত্যাগ দাবি নিয়ে বিতর্ক, যা বলছে ছাত্রদল

সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিবুল্লাহও বলেন, ক্যাম্পাসে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পোস্টার লাগিয়েছে, তখন তো কেউ কিছু বলেনি। তাহলে আমাদের পোস্টারিং নিয়ে কেন আপত্তি? সবাই রাজনীতি করছে, আমরাও করছি। ইসলামী ছাত্র আন্দোলনও একটি রাজনৈতিক সংগঠন এবং আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ীই পোস্টার দিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে—ছাত্রদলের পোস্টার নিয়ে তখন তো আপনারা কোনো প্রতিবেদন করেননি। কেন বারবার তাদের সুবিধা দেওয়া হচ্ছে?

পোস্টার লাগানোর এই প্রবণতাকে কেন্দ্র করে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বলছেন, রাজনৈতিক প্রতিযোগিতার জায়গাটি এখন দেয়াল দখলের প্রতিযোগিতায় পরিণত হয়েছে।

আরও পড়ুন: গরম কমবে কবে, আবহাওয়া অফিস যা জানাল

গণিত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রায়হান বলেন, আমি সবসময়ই ক্যাম্পাসের দেয়ালে পোস্টার লাগানোর বিপক্ষে। তিতুমীর কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের অহঙ্কারের জায়গা। দেয়াল দখল করে দলীয় বা আদর্শিক প্রচারণা চালানো কলেজের পরিবেশ ও সৌন্দর্যের পরিপন্থী। কে পোস্টার দিয়েছে সেটা আমার কাছে মুখ্য নয়—ছাত্রদল, বাম সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন—সবার জন্য একই কথা: যুক্তির মাধ্যমে প্রচারণা করুন, দেয়ালে নয়। শিক্ষার জায়গাকে নোংরা দেয়ালে নয়, স্বচ্ছ বার্তায় রাঙান।

প্রসঙ্গত, এর আগে তিতুমীর কলেজ ছাত্রদলের পক্ষ থেকেও বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার লাগানো হয়েছিল। ওই ঘটনার পর ক্যাম্পাসজুড়ে নানা বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ইসলামী ছাত্র আন্দোলনের পোস্টার বিতর্কটি আরও জটিল করে তুলেছে।