বোতল নিক্ষেপের ঘটনায় উপদেষ্টা মাহফুজের এমআরআই

উপদেষ্টা মাহফুজের মাথায় এমআরআই করা হয়
উপদেষ্টা মাহফুজের মাথায় এমআরআই করা হয় © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় এমআরআই করা হয়েছে। মাথায় আঘাত লেগেছে কিনা তা নিশ্চিত হতে বোতল নিক্ষেপ ঘটনার পর তার এমআরআই করা হয় বলে তথ্য জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের। আজ বৃহস্পতিবার (১৫ মে) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুকে উপদেষ্টা মাহফুজের এমআরআই করার একটি ছবি দিয়ে এ মন্তব্য করেছেন সায়ের।

আরও পড়ুন: কয়েক মাসে মালয়েশিয়া দেড় লাখ শ্রমিক নিতে পারে: আসিফ নজরুল

সায়ের তার পোস্টে বলেন, মাথায় আঘাত লেগেছে কিনা তা নিশ্চিত হতে বোতল নিক্ষেপ ঘটনার পর উপদেষ্টা মাহফুজের এমআরআই করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। তবে কোন হাসপাতালে, কখন তার এমআরআই করা হয়, তা জানাননি সায়ের।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাঁকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়। 

আরও পড়ুন: ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে: রিজভী

উল্লেখ্য, রোগনির্ণয়ের অত্যাধুনিক একটি পরীক্ষাপদ্ধতি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই)। শরীরের ভেতরের কোনো অঙ্গের স্পষ্ট ছবি পেতে এই পরীক্ষা করা হয়। এর মাধ্যমে সেই অঙ্গের যেকোনো অস্বাভাবিক অবস্থা বা নির্দিষ্ট কোনো রোগ খুব সহজেই নির্ণয় করা যায়।