ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বিষয় পছন্দক্রম শুরু, সতর্কতার পরামর্শ
- ১৬ মে ২০২৫, ১২:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হয়েছে। সোমবার (১২ মে) শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী ২৫ মে পর্যন্ত। গত ৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয়েছে ১০ মে।
গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি ২০২৪-২৫ এর সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্ত পরীক্ষার ফল collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে du>goc>roll টাইপ করে 16321 নম্বরে send করলে ফিরতি SMS এর মাধ্যমেও ফল জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল ভর্তিচ্ছু প্রার্থীকে আগামী ২৫ মে’র মধ্যে ওয়েবসাইটে পছন্দক্রম ফরম (Choice Form) পূরণ করতে হবে। অতি সতর্কভাবে পছন্দক্রম ফরম পুরণ করতে হবে, কারণ পরবর্তীতে পছন্দক্রম পরিবর্তনের সুযোগ নেই। উক্ত সময়ের পরে ভর্তি প্রক্রিয়া অনুষদের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সর্বদা নিজ দায়িত্বে অনুষদের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জেনে নিতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় ভর্তি হতে আগ্রহী প্রার্থীদেরকে ১৮ মে থেকে ২ মে’র মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করে উক্ত সময়সীমার মধ্যে যথাযথভাবে পূরণ করে অফিস চলাকালীন ডিন অফিসে জমা দিতে হবে। যেকোনো কোটার ফরম সংগ্রহের পূর্বে অবশ্যই অনলাইনে পুরণকৃত পছন্দক্রম ফরম সাথে নিয়ে আসতে হবে।
আরও পড়ুন: গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আজ
ভর্তি পরীক্ষার উত্তরপত্র নিরীক্ষার জন্য কোনো প্রার্থী আগ্রহী হলে ১ হাজার টাকা নিরীক্ষা ফি অগ্রণী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ‘গার্হস্থ্য অর্থনীতি ইউনিট’ শিরোনামে চলতি হিসাব নম্বরে জমা দিয়ে টাকা জমার রসিদ, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ছায়ালিপিসহ ‘ডিন, জীববিজ্ঞান অনুষদ এবং সমন্বয়কারী, গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি ২০২৪-২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়' এর বরাবরে নির্ধারিত ফর্মে আগামী ১৫ মে’র মধ্যে অফিস চলাকালীন আবেদন করতে হবে।
নিরীক্ষার ফলে বা অন্য কোনো কারণে প্রার্থীর অর্জিত নম্বরের বা ফলের পরিবর্তন হলে নিরীক্ষা ফি বা প্রক্রিয়া ফি ফেরত দেয়া হবে। মেধা তালিকায় প্রয়োজনীয় সংশোধন করা হবে। এ সংক্রান্ত ফল আগামী ১৮ মে জীববিজ্ঞান অনুষদ অফিস থেকে জানা যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।