জাবির ভ্যাকসিন বিতর্ক নিয়ে দুঃখ প্রকাশ ছাত্রদলের

জাবিতে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়
জাবিতে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের হেপাটাইটিস-বি ভ্যাকসিন কর্মসূচি নিয়ে সংবাদ প্রকাশের পর এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কেন্দ্রীয় ছাত্রদল থেকে বিবৃতি দিয়ে সাংবাদিকরা কোনও কুচক্রী মহলের ইন্ধনে সংবাদমাধ্যমে ‘মিথ্যা তথ্য’ পরিবেশন করেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদককে নানাভাবে চাপ প্রয়োগ ও ফোনকলে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। সার্বিক বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। 

সোমবার (১২ মে) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠকে দুঃখ প্রকাশ করেন তাঁরা। এ সময় শাখা ছাত্রদলের আহবায়ক জহির মোহাম্মদ উদ্দীন বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক এবং ভ্যাকসিন কর্মসূচির উদ্যোক্তা ও যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ ফয়সালসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে আহবায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর বলেন, ‘আমাদের কমিটি গঠনের পর থেকে সাংবাদিকসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে আমরা সোহার্দ্যপূর্ণভাবে চলার চেষ্টা করছি। মাঝ দিয়ে কোনও ভুল বোঝাবুঝি কিংবা যেকোনও কারণে এটার একটু ছন্দ পতন হয়েছে। এ জন্য একটি সংগঠন হিসেবে আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করি, আমাদের আগের সম্পর্কের জায়গাটি ফিরে আসবে এবং সবাই যে যার কাজ করবে।’ 

আরও পড়ুন: এসএসসি উত্তরপত্র মূল্যায়নে অনীহা, পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান বোর্ডের 

গত ২০ এপ্রিল শাখা ছাত্রদলের উদ্যোগে জাবি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যকসিন কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণের কথা উল্লেখ করে বিবৃতির মাধ্যমে সেটি স্থগিত করা হয়। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে একটি অনলাইন পোর্টালের জাবি প্রতিনিধির নামে সংবাদটি প্রকাশ করা হয়েছিল।

জাবিসাসের সভাপতি মেহেদী মামুন বলেন, সাংবাদিকরা পেশাদারিত্বের জায়গায় থেকে সংবাদ প্রকাশ করেন, কারও প্রতিপক্ষ হিসেবে নয়। সংবাদ প্রকাশের জেরে যে কারও থেকেই আপত্তিকর মন্তব্য অপ্রত্যাশিত এবং দুঃখজনক। ছাত্রদল দেরিতে হলেও দুঃখ প্রকাশ করেছে; আমরা তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে এই প্রত্যাশাও করব, সব সময় তারা সাংগঠনিক পর্যায় থেকে পেশাদার আচরণই করবেন।