বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকে

সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ডে যুক্তরাষ্ট্রে পড়তে চাইলে আবেদন করুন এখনই
সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ডে যুক্তরাষ্ট্রে পড়তে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিনা মূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি। ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড’-এর আওতায় মেধাবী, অ্যাকাডেমিকভাবে উৎকৃষ্ট ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ আন্তর্জাতিক ও দেশীয় শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৫।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সিমন্স ইউনিভার্সিটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি স্নাতক প্রোগ্রামে প্রায় ১ হাজার ৭৩৬ শিক্ষার্থী ভর্তি নেয়।

সুযোগ–সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*আবাসন সুবিধা প্রদান করবে;

*গবেষণায় সহায়তা প্রদান করবে;

*অ্যাকাডেমিক অন্যান্য কাজের জন্য অতিরিক্ত তিন হাজার ডলার প্রদান করবে;

আরও পড়ুন: জাপান-ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপে পড়ুন বিশ্বসেরা ১৯ বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতা—

 

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৩-এর বেশি হতে হবে;

*স্যাট পরীক্ষার প্রতিটি বিভাগে স্কোর ন্যূনতম ৬০০ থাকতে হবে অথবা টোয়েফল বা আইইএলটিএস পরীক্ষার ইংরেজি ভাষাদক্ষতা দেখাতে হবে;

*আবেদনকারীকে ৩০০ থেকে ৫০০ শব্দে একটি রচনা লিখতে হবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। প্রয়োজনীয় নথিপত্রগুলো ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড অ্যাপ্লিকেশন’ উল্লেখ করে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে পাঠাতে হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।