নৌবাহিনীতে ৩০ পদে চাকরি, সুযোগ বিবাহিতদেরও, আবেদন অনলাইনে

৩০ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে
৩০ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল শাখায় বি-২০২৫ ব্যাচে ‘ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ডস’ পদে ৩০ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ এপ্রিল শুরু হয়েছে—চলবে ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের  মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

ব্যাচের নাম: বি-২০২৫ ব্যাচ (টেকনিক্যাল শাখা);

১. পদের নাম: ডিই/এমই ২;

পদসংখ্যা: ৫টি;

আরও পড়ুন: বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৬৬২, আবেদন এসএসসি পাসেই

২. পদের নাম: ডিই/এমই ২ (এস);

পদসংখ্যা: ৫টি;

৩. পদের নাম: ডিই/ইএন ২ (অর্ডন্যান্স);

পদসংখ্যা: ৫টি;

৪. পদের নাম: ডিই/ইএন ২;

পদসংখ্যা: ১০টি;

৫. পদের নাম: ডিই/আরইএন ২;

পদসংখ্যা: ৫টি;

আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি, পদ ১৬২

আবেদনের যোগ্যতা—

*এসএসসি (বিজ্ঞান)/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*জিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ৬ মাস চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*প্রার্থীর সাঁতার জানা আবশ্যক;

আরও পড়ুন: ডিএনসিসিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৮

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি;

উচ্চতা (নারী): ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি;

প্রার্থীর বয়স: ১৭-২৫ বছর (১ জুলাই ২০২৫ তারিখে);

বৈবাহিক অবস্থা: বিবাহিত অথবা অবিবাহিত;

আরও পড়ুন: সরকারি বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠানে চাকরি, পদ ৯৯

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ মে ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচে বিজ্ঞপ্তি দেখুন—

N 1_page-0001

সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট