বিএসটিআই নিয়োগ দেবে ৯৭ অফিসার, আবেদনে বাকি ৪ দিন

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি
৯ম এবং ১০ গ্রেডে ১৩ পদে ৯৭ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে বিএসটিআইতে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটি ৯ম এবং ১০ গ্রেডে ১৩ পদে ৯৭ কর্মকর্তা নিয়োগে মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ ডিসেম্বর সকাল ১০ টায় শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই);

১. পদের নাম: পরীক্ষক (রসায়ন পরীক্ষণ উইং);

পদসংখ্যা: ১৪টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪২

২. পদের নাম: পরীক্ষক (ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি) রসায়ন পরীক্ষণ উইং;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

৩. পদের নাম: পরীক্ষক (কৃষি ও খাদ্য মান উইং);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

৪. পদের নাম: পরীক্ষক (রসায়ন মান উইং);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে নিয়োগ, পদ ৪২

৫. পদের নাম: পরীক্ষক (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও কারিগরি মান উইং);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

৬. পদের নাম: পরীক্ষক (পূরকৌশল, পদার্থ পরীক্ষণ উইং);

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

৭. পদের নাম: পরীক্ষক (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস পরীক্ষণ উইং);

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে চাকরি, আবেদনে বাকি ৩ দিন 

৮. পদের নাম: পরীক্ষক (টেক্সটাইল, পদার্থ পরীক্ষণ উইং);

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

৯. পদের নাম: ফিল্ড অফিসার (সিএম উইং);

পদসংখ্যা: ২৩টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

১০. পদের নাম: পরিদর্শক (মেট্রোলজি উইং);

পদসংখ্যা: ২৮টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: ৩০০০০ বেতনে চাকরি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ১১৫

১১. পদের নাম: পরিক্ষক (মেট্রোলজি উইং);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

১২. পদের নাম: পরিক্ষক-রসায়ন (মেট্রোলজি উইং);

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

১৩. পদের নাম: পরিসংখ্যানবিদ (প্রশাসন উইং);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

বয়স: ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৮৬

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা আবেদন ফি হিসেবে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ—

আগামী ৩১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, শর্তাবলি, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।