১৭০০০ বেতনে চাকরি আকিজ গ্রুপে, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানান সুবিধা

আকিজ গ্রুপ
আইটি কাম ডাটা অ্যানালিস্ট নিয়োগে আবেদন চলছে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘আইটি কাম ডাটা অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগে ১০ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ‍ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড;

পদসংখ্যা: আইটি কাম ডাটা অ্যানালিস্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: প্রাণ গ্রুপে চাকরি, নেবে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার, পদ ৩০০

বেতন: শিক্ষানবিশকালে ১৭,০০০ এবং শিক্ষানবিশকাল শেষে ১৮,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*চিকিৎসা সুবিধা;

*উৎসব ভাতা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: এসিআই লিমিটেডে চাকরি, আবেদন এইচএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার হার্ডওয়্যার মেইনটেন্যান্স, ট্রাবলশুটিং এবং ইআরপি সফটওয়্যার বিষয়ে ধারণা থাকতে হবে;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ডিসেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম