ঢাবির মুজিব হলের ক্যান্সারে আক্রান্ত ‘মনির ভাই’ এর পাশে শিবির
- ১৭ জুলাই ২০২৫, ১২:১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিব হলের দীর্ঘদিনের দোকানদার মো. মনির হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩০ বছরের বেশি সময় ধরে হলে দোকান পরিচালনা করে এসেছেন তিনি। বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন, যার ফলে ব্যাহত হচ্ছে তার চিকিৎসা।
এমন সঙ্কটময় মুহুর্তে মনির হোসেনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (৯ ডিসেম্বর) ছাত্রশিবিরের পক্ষ থেকে তার খোঁজখবর নেওয়া হয় এবং চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আরও পড়ুন: ‘আর্থিকভাবে অসচ্ছল’ ঢাবি শিক্ষার্থীর ভর্তির ফি পরিশোধ করলেন ছাত্রদল নেতা শাওন
ঢাবি শাখা ছাত্রশিবিরের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর মনির হোসেনের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।
এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, “মানবতার কল্যাণে কাজ করা আমাদের নীতি। আমরা সবসময়ই মানুষের পাশে থাকতে চেষ্টা করি, আর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”