ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে লগ-আউট? আপনার একার হয়নি
- ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪
ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগ-আউট হয়ে গিয়েছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কাজ করছে না? আপনার একার এরকম হয়নি। একই ঘটনার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি তুলছেন অনেকেই।
তাঁরা দাবি করেছেন যে মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে আচমকা ফেসবুক অ্যাকাউন্ট লগ-আউট হয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম থেকে লগ-আউট না হলেও সেখানে কোনও কিছু লোড হচ্ছে না। দেখাচ্ছে না কিছু। বিশেষত ফেসবুক থেকে লগ-আউট হয়ে যাওয়ায় অনেকে ভেবেছিলেন যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। কেউ-কেউ লগইন করতে না পারায় আবার পাসওয়ার্ড পালটানোর পথেও হাঁটতে থাকেন।
আরো পড়ুন: হঠাৎ লগ-আউট ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইন্সটাগ্রাম
তারইমধ্যে অন্যান্যদেরও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে জানার পরে তাঁরা কিছুটা শান্তি পেয়েছেন। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা উঠেছে। মূলত এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম। ফেসবুক ও ইনস্টাগ্রামে মিম শেয়ার করতে না পেরে অনেকে হোয়্যাটসঅ্যাপেও সেগুলো পোস্ট করে দিচ্ছেন।