
অবরোধের সমর্থনে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল
- ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৫৯

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে এ বিক্ষোভ করা হয়েছে বলে জানা গেছে।
নেতা-কর্মীরা জানিয়েছেন, অবরোধের সমর্থনে ধানমন্ডিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে এ মিছিল হয়। এ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।
আরো পড়ুন: নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে অগ্নিসংযোগ
মিছিলে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার মো. নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জসিম উদ্দিন, জেড আই কামাল, ফয়সাল আহমেদ, আলাউদ্দিন জুয়েল, আমিনুল ইসলাম মহসিন, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, মাহবুব আলম ফরাজী, মোর্শেদ আলাম, মো. আসাদুজ্জামান আসাদ, মো. মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, মহিরুল ইসলাম টিপু, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির প্রমুখ।