সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

চাকরি
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ২টি ভিন্ন পদে ৮ জন শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ আগস্ট। 

১. পদের নাম: প্রভাষক
পদ সংখ্যা: (অর্থনীতি -০১ ও হিসাববিজ্ঞান -০১)।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০8 (চার) বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০/- টাকা

২. পদের নাম: সহকারী শিক্ষক
পদ সংখ্যা: (বাংলা-০১, ইংরেজি-০১, গণিত ০২, ইসলাম ও নৈতিক শিক্ষা- 0২)।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান অথবা স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ১৬,০০০- ৩৮,৬৪০/- (বিএড সহ)/ ১২,৫০০- ৩০.২৩০/- (বিএড ব্যতীত)।

আরও পড়ুন: বিমান বাহিনীতে ‘অফিসার ক্যাডেট' পদে নিয়োগ, আবেদন শুরু ১ আগস্ট

আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে প্রভাষক পদের জন্য ৮০০ টাকা এবং সহকারী শিক্ষক পদের জন্য ৫০০ টাকা এমআইসিআর পে-অর্ডার (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট। এছাড়া অনলাইনে আবেদন করা যাবে। নিয়োগের সকল তথ্য, নিয়মাবলী ও শর্তাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.sylhetepsc.edu.bd থেকে জানা যাবে।

পরীক্ষার তারিখ ও স্থান: ১৯ আগস্ট সব পদের লিখিত পরীক্ষা সকাল ১০টায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ জন্য কোনো প্রবেশপত্র ইস্যু অথবা কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

job