প্রতিষ্ঠার ৬১তম বর্ষে কক্সবাজার সরকারি কলেজ

কক্সবাজার সরকারি কলেজ
কক্সবাজার সরকারি কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজার সরকারি কলেজের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় এই বিদ্যাপিঠে শনিবার (১৮ মার্চ) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. শিরিণ আখতার। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, সাবেক অধ্যক্ষ ফজলুল করিম, প্রাক্তন ছাত্র এবং সরকারের অতিরিক্ত সচিব মকবুল মোরশেদ বক্তব্য দেন। 

কক্সবাজার শহরে প্রবেশের মুখে লিংক রোড এলাকায় ১৮ দশমিক ৯২ একর জমিতে প্রতিষ্ঠিত হয় কলেজটি। ১৯৬৬ সালে কলেজে ডিগ্রি পর্যায়ে কলা ও বাণিজ্য এবং ১৯৭০ সালে বিজ্ঞান চালু হয়। ১৯৯৭ সালে চালু হয় বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও গণিত—এই ১৩টি বিষয়ে স্নাতক ও ছয়টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে কলেজ শিক্ষার্থীদের নির্দেশ, পরে প্রত্যাহার

পাশাপাশি উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা কোর্স চালু আছে। ১৯৮০ সালের ১ মার্চ জাতীয়করণ হওয়া এই কলেজটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ফলাফলে সেরা ১০টি কলেজের একটি। প্রতিষ্ঠানটিতে বর্তমানে পড়ছেন প্রায় ১৪ হাজার শিক্ষার্থী।

দীর্ঘ ৬০ বছরে এই কলেজের শত শত শিক্ষার্থী সরকারি আমলা, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী হয়েছেন। হীরকজয়ন্তী উৎসবে কাছে পেয়ে বন্ধুদের অনেকে একে–অপরকে জড়িয়ে ধরেন, উৎসবে মেতে উঠেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বেলা ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মুক্ত আলোচনা ও স্মৃতিচারণা। পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার। হীরকজয়ন্তীর এই আয়োজন ইতিহাস হয়ে থাকবে মন্তব্য করে শিরীণ আখতার বলেন, ‘আজ হলো গ্রহণের দিন, মতবিনিময়ের দিন।