ঢাবিতে ‘আমার ভাষার গান’ কনসার্ট অনুষ্ঠিত

ব্যান্ড সোসাইটি
ঢাবিতে ‘আমার ভাষার গান’ কনসার্ট

ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড মিউজিকাল সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে‘ পঞ্চমবারের মতো আমার ভাষার গান-২০২৩’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ শে ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে ক্যাম্পাস এবং দেশের জনপ্রিয় দশটি ব্যান্ড অংশ নেয় । 

বিকেল চারটায় কন্সার্ট শুরু হয়ে ডিইউবিএস এর পারফরম্যান্স টিমের পরিবেশনার পর পর্যায়ক্রমে মঞ্চ মাতিয়ে রাখে চান্দের গাড়ী, এভার্স, ফিউজড, লিসান এন্ড দ্য ব্লাইন্ডমেন, এডভার্ব, বাংলা ফাইভ, ওউন্ড, আফটারম্যাথ এবং কার্নিভাল৷

আরো পড়ুন: সাত কলেজের পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের প্রস্তাব

 সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠানটিতে ২০০ টাকা প্রবেশমূল্যে সকল টিকিট বিক্রি হয়ে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।। ব্যান্ড সংগীত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা৷ 

ব্যান্ড সোসাইটির সভাপতি শিবলী হাসান জয় বলেন – ‘আমার ভাষার গান, কনসার্টটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে সুন্দর ও আকর্ষণীয় কনসার্টগুলোর একটি। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে, ভাষা শহীদদের স্মরণে এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি আমরা। আগামী বছরও এই আয়োজনটি আরো বড় পরিসরে অনুষ্ঠিত করার বিষয়ে আমরা শ্রোতাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’