ঢাকা কলেজ ছাত্রদল নেতার মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ
- ২৮ আগস্ট ২০২৫, ১৪:৩৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন চৌধুরী'র মুক্তির দাবিতে রাজধানী'র ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে শুরু হয়ে সাইন্সল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।
ঢাকা কলেজ আখতারুজ্জামান ইলিয়াস হল শাখা ছাত্রদলের সভাপতি ও কলেজ শাখা'র সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক শান্ত'র নেতৃত্বে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: আসন ফাঁকা, একটি বিভাগে একজনকে ডেকেছে জবি
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য ঢাকা কলেজ আখতারুজ্জামান হল শাখা ছাত্রদলের সভাপতি এনামুল হক শান্ত বলেন, বর্তমান সরকার আমাদের নেতাকর্মীদের কারাগারে আটক রেখে একনায়কতন্ত্র শাসন কায়েম করতে চায়। ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন চৌধুরী সহ অবিলম্বে সকল জাতীয়তাবাদী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান, যদি মুক্তি না দেওয়া হয় তাহলে সারাদেশে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন গড়ে তুলবে।
বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।