এইচএসসির নবম দিনে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার ৭

এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসির নবম দিনে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার ৭

এইচএসসির ও সমমান পরীক্ষার নবম দিন দেশের ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৩৯টি কেন্দ্রে ৯ লাখ ৭৪ হাজার ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৭৮৩ জন অনুপস্থিত ছিলেন। অপরদিকে বহিষ্কার হয়েছেন ৭ জন। 

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলমান এইচএসসি-সমমান পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্র, বাণিজ্যতে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ১ম পত্র ও মানবিক বিভাগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
  
জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ২ লাখ ১৬ হাজার ২৪০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। এ বোর্ডে আজ কেউ বহিষ্কার হয়নি। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১টি কেন্দ্রে মোট ১ লাখ ১২ হাজার ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৯২৮ জন অনুপস্থিত রয়েছেন। এ বোর্ডেও আজ কেউ বহিষ্কার হয়নি। 

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯২টি কেন্দ্রে মোট ৬৪ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৬২৮৭ জন অনুপস্থিত রয়েছেন। এ বোর্ডেও আজ কেউ বহিষ্কার হয়নি। যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে মোট ৭৬ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৭২৮ জন অনুপস্থিত রয়েছেন। এ বোর্ডে আজ কেউ বহিষ্কার হয়নি। 

আরও পড়ুন: শিক্ষকদের প্রশিক্ষণের সময় বাড়ল

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১১টি কেন্দ্রে মোট ৬৩ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ১৩৭ জন অনুপস্থিত রয়েছেন। এ বোর্ডে আজ কেউ বহিষ্কার হয়নি। সিলেট শিক্ষা বোর্ডে ৮৬টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৯২৬ জন অনুপস্থিত রয়েছেন। এ বোর্ডেও আজ ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডে ১২৫টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৩২ জন অনুপস্থিত রয়েছেন। তবে এ বোর্ডেও আজ কেউ বহিষ্কার হয়নি। দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২টি কেন্দ্রে মোট ৮৫ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৭২৬ জন অনুপস্থিত রয়েছেন। এছাড়া ২ জন বহিষ্কার হয়েছেন। 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯টি কেন্দ্রে মোট ৪৯ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৭৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। এ বোর্ডেও আজ কেউ বহিষ্কার হয়নি।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে মোট ১ লাখ ১৮ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ৫৬৭ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন।