জবির ছাত্রী হলের রান্নাঘরে আগুন

জাবি
জবির ছাত্রী হলে আগুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ঘটেছে অগ্নি দুর্ঘটনা। বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ১৩ তলার রান্নাঘরে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এর ফলে ছাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই হল কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলায় কেউ আহত হয়নি। হলের রান্নাঘরের নষ্ট চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ছাত্রীরা।

এদিকে শিক্ষার্থীরা জানান,  রাত ১০টার দিকে চুলা থেকে আগুন লাগলে তারা আতঙ্কিত হয়ে রুম ছেড়ে নিচের রাস্তায় চলে যান। এর আগেও হলের কয়েকটি চুলা নষ্ট হওয়ায় তারা সেগুলো ঠিক করে দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু হয়নি।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে জাবির ষষ্ঠ সমাবর্তন 

হলের প্রভোস্ট শামীমা বেগম এ বিষয়ে বলেন, 'আগুনের সূত্রপাত হয় হলের রান্নাঘরের চুলা থেকে। এর আগেও কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে৷ কয়েকটি চুলা নষ্ট হয়ে আছে। সিন্ডিকেটে চুলা চেইঞ্জ করার প্রস্তাব দিয়েছি। সব চুলা পরিবর্তন করে নতুন চুলা লাগানোর ইচ্ছা আছে। আর পুরাতন চুলাগুলো কয়েকদিন বন্ধ রাখব।' 

তার বক্তব্য থেকে আরও জানা যায়, যে চুলা নষ্ট ছিল সেটিতে রান্না করতে নিষেধ করা হয়েছিলো ছাত্রীদের। কিন্তু সেটা অমান্য করাতেই এ দুর্ঘটনা ঘটে।