কোনও রাজনৈতিক দলকে ধরে নির্বাচনে আনার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী  © টিডিসি ফটো

কোনও রাজনৈতিক দলকে ধরে বেঁধে নির্বাচনে আনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘যৌক্তিক কারণ ছাড়া কোনো দল নির্বাচনে অংশ না নিলে জনগণ তাদের প্রাধান্য দেয় না। আমরা চাই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিক। তবে কোনও দল নির্বাচনকে প্রশবিদ্ধ করতে অংশগ্রহণ না করলে তাদের ধরে বেঁধে নিয়ে আসার সুযোগ নেই।’

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  দীপু মনি বলেন, ‘সময়, নিয়ম ও আইন অনুযায়ী নির্বাচন হবে। বাংলাদেশে যদি সঠিকভাবে নির্বাচন হয়, তাহলে মানুষ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যারা বিরোধিতা করবেন বলেই বিরোধিতা করেন, তাদের যুক্তির কোনো সম্পর্ক নেই।’

আরও পড়ুন: শিক্ষার হার ৭৪.৬৬ শতাংশে উন্নীত হয়েছে: প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আশা করি আগামী নির্বাচনে যোগ্য সব দল নির্বাচন অংশগ্রহণ করবে। সব ব্যবস্থা থাকার পরও যদি কেউ নির্বাচন অংশ না নেয়, সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে আমরা সবসময়ই চাই সবার অংশগ্রহণ নির্বাচনে হোক।’

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ