হাজারীবাগের বস্তিতে আগুন

হাজারীবাগের বটতলা বাজার বস্তিতে আগুন লেগেছে
হাজারীবাগের বটতলা বাজার বস্তিতে আগুন লেগেছে  © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার বস্তিতে আগুন লেগেছে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, আমাদের আরও তিনটি ইউনিট অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবে। 

আরও পড়ুন: গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও করা যুবক গ্রেফতার

তিনি আরও বলেন, ‘আমরা সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের খবর পাই। তাৎক্ষণিকভাবে দুইটি ইউনিট পাঠিয়ে দেয়া হয়। কিন্তু পরে আগুন আশপাশের ছোট ছোট ১৫-১৬ টি ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আরও পাঁচ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এখন আবার তিনটি ইউনিট যাচ্ছে।’

ঘনবসতি এলাকা হওয়ায় ১০টি ইউনিট সেখানে আপাতত কাজ করবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ