নতুন মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আন্দোলনে চা শ্রমিকরা

হবিগঞ্জে আন্দোলনরত চা শ্রমিকরা
হবিগঞ্জে আন্দোলনরত চা শ্রমিকরা  © সংগৃহীত

নূন্যতম মজুরি ৩০০ টাকা করার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন সিলেট অঞ্চলের চা শ্রমিকরা। তাদের দাবির প্রেক্ষিতে ২৫ টাকা মজুরি বাড়ানো হয়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারও আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।

শনিবার (২০ আগস্ট) ১৪৫ টাকা মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সিলেটের শ্রীমঙ্গল ও হবিগঞ্জে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৪টি চা বাগানের শ্রমিক নেতারা জানিয়েছেন, তারা চুক্তি প্রত্যাখ্যান করে ৩০০ টাকা মজুরির দাবিতে কর্মবিরতি চালিয়ে যাবেন। সেই সঙ্গে ভ্যালির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: এক পায়ে লাফিয়েই স্কুলে যায় সুমাইয়া

অন্যদিকে শ্রীমঙ্গলের শ্রমিক নেতারা জানিয়েছেন, নূন্যতম মজুরি ৩০০ টাকা না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করবেন তারা।

জানতে চাইলে বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার বলেন, ‘আমাদের দালাল নেতারা ১৪৫ টাকা মজুরিতে স্বাক্ষর করেছে। তারা আমাদের কষ্ট কি বুঝবে। আমরা খেয়ে না খেয়ে ১২ দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। এখন তারা আমাদের সঙ্গে আলোচনা না করেই ১৪৫ টাকা মজুরিতে স্বাক্ষর করেছে। আমরা এই চুক্তি প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে দালাল নেতাদের বিরুদ্ধে ধিক্কার জানাই।’


সর্বশেষ সংবাদ