মাদ্রাসার দেওয়াল ভেঙে প্রাণ গেলো ছাত্রীর

মাদ্রাসা
মাদ্রাসা  ©

কুমিল্লায় মাদ্রাসার নির্মাণাধীন দেয়ালের ইট ধসে সালমা আক্তার (১৯) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাসফিয়া আক্তার (১৮) নামে আরেক ছাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলার লালমাই উপজেলার বাগমারা আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রারাসায় এ ঘটনা ঘটে। 

লালমাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সালমা আক্তার উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুদের মেয়ে। তিনি মিশকাত শ্রেণির ছাত্রী ছিলেন। আহত তাসফিয়া একই ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা ইব্রাহিম খলিলের মেয়ে।

এসআই সাধন কান্তি চৌধুরী জানান, দুপুর আড়াইটার দিকে সালমা আক্তার ও তাসফিয়া মাদ্রাসা থেকে বের হওয়ার পথে হঠাৎ নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ থেকে সিঁড়ি রুমের দেওয়াল ভেঙে পড়ে। এ সময় ইট পড়ে ঘটনাস্থলেই সালমার মৃত্যু হয়। এ ঘটনায় তাসফিয়া আহত হন।

এ সময় উপস্থিত সকলে দ্রুত তাসফিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এসআই সাধন কান্তি চৌধুরী।

মাদ্রাসার মোহতামীম হাফেজ মিজানুর রহমান বলেন, থানায় গিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ