আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সোহেল তাজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০৭:২৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২২, ০৮:১৯ PM
বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা সাতটা আট মিনিটে তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ রিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সর্ব শক্তিমান। TANJIM AHMAD (Sohel Taj), in all probability, is set to assume leadership in party hierarchy in the upcoming councils of Bangladesh Awami League. বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশা'আল্লাহ । জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরিজীবি হোক।’
সোহেল তাজ ১৯৭০ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দীনের সর্বকনিষ্ঠ সন্তান তিনি।
তিনি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশুনা করেন এবং পরে ব্রিটিশ কাউন্সিল থেকে 'ও' লেভেল সম্পন্ন করেন। এছাড়াও তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন ডিগ্রি ও ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
আরও পড়ুন : বুটেক্সের ভর্তি পরীক্ষা কাল, পাঁচ কেন্দ্রে পরীক্ষার্থী ১২ হাজার
তিনি ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে একই আসন থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।
একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ৭ জুলাই ২০১২ তারিখে তিনি আবার পদত্যাগপত্র পেশ করেন; তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।