কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

উদ্ধারকৃত নবজাতক
উদ্ধারকৃত নবজাতক  © সংগৃহীত

সুনামগঞ্জের একটি কবরস্থানে এক নবজাতককে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। কান্নার শব্দ শুনে এলাকাবাসী ওই নবজাতককে কবরস্থান থেকে উদ্ধার করে। পরে নবজাতকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ কবরস্থান থেকে শিশুর কান্না ভেসে আসছিল। অনেকে আবার বেড়ালের ডাক মনে করেছিলেন। কিন্তু কান্নার আওয়াজ বাড়তে থাকলে আশপাশের বাসিন্দারা কৌতূহলবশত কবরস্থানে যান। পরে একটি নবজাতককে দেখতে পেয়ে তাকে উদ্ধারের পর পুলিশে খবর দেন তারা। পরে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: ছিনতাইকারীকে একাই শায়েস্তা করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বললেন, এ নবজাতক প্রয়োজনে আমার এবং স্ত্রীর পরিচয়ে বড় হবে। যা যা প্রয়োজন সবই করবো।

সদর থানার ডিউটি অফিসার এস আই সাব্বির বলেন, বৃহস্পতিবার রাতে কবরস্থান থেকে শিশুর কান্নার আওয়াজ শুনে প্রতিবেশিরা স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে অবহিত করেন।

পরে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই সাব্বির আহমদ ও ইউপি সদস্য গিয়াস উদ্দিন নবজাতকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি বর্তমানে হাসপাতালে সুস্থ রয়েছে।


সর্বশেষ সংবাদ