ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজট

ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টানা যানজটে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী মানুষ। শুক্রবার দিন রাত তীব্র যানজটের পর আজ শনিবারও মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। এতে যথারীতি ভোগান্তির শিকার হচ্ছেন ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ।

আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র থেকে জানায়, সেতুর উভয় প্রান্তে লেনে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। তবে সেতুর ওপর কোনো যানজট নেই। শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া, জোকারচর ও এলেঙ্গায় গিয়ে দেখা গেছে, খোলা ট্রাক ও পিকআপভ্যানে ঢাকায় ফিরছেন মানুষ।

বঙ্গবন্ধু সেতু থেকে নগর রাবনা বাইপাস পর্যন্ত ঢাকামুখী প্রায় ২৫ কিলোমিটার যানবাহনের চাপ রয়েছে। একমুখী গাড়ির চাপে ধীর গতিতে চলছে গাড়ি। কয়েক হাত এগোনোর পর আবারও থেমে যাচ্ছে যানবাহন। মহাসড়কের পাশে দুদিকে সিএনজি ও অটোরিকশার জন্য নির্মিত রাস্তায় বড় যানবাহন চলার কারণে যানজট আরও প্রকট হয়েছে। 

বড় গাড়ি ছাড়াও ট্রাক, পিকআপভ্যান, মোটরসাইকেল— এমনকি গাড়ির ছাদেও মানুষের উপচেপড়া ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন তারা। ফলে নানা ভোগান্তিরও শিকার হতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা। ঈদুল আজহার আগে টানা ৩ দিন এই মহাসড়কে দুঃসহ যানজটে অসহনীয় ভোগান্তির শিকার হন ঘরে ফেরা লাখো মানুষ।

আরও পড়ুন: মহাসড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত

হাইওয়ে পুলিশ জানায়, উত্তরের গেটওয়ে হিসেবে পরিচিত টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ১৬টি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টিসহ মোট ২৬টি জেলার প্রায় ১১৬টি রুটের যানবাহন চলাচল করে। প্রতি বছর ঈদে অতিরিক্ত যানবাহনের চাপে এই মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হন যাত্রী এবং পরিবহন শ্রমিকরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আতাউর রহমান বলেন,  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ